ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অধ্যাপক অজয় রায়ের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
অধ্যাপক অজয় রায়ের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক অধ্যাপক অজয় রায় ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট পদার্থবিদ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক অজয় রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। 

সোমবার (৯ ডিসেম্বর) এক শোকবার্তা সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট পদার্থবিদ অজয় রায়ের মৃত্যু বাংলাদেশের শিক্ষা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তার কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

প্রতিমন্ত্রী অজয় রায়ের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে একইদিন দুপুর ১২টা ৩৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক অজয় রায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

এ তথ্য নিশ্চিত করেছেন বারডেম হাসপাতালের পরিচালক (অব.) ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক মল্লিক।

তিনি জানান, বার্ধক্যজনিত সমস্যা নিয়ে চলতি বছরের ২৫ নভেম্বর হাসপাতালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সাবেক অধ্যাপক অজয় রায়। তারপর থেকে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
ডিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।