ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুর্নীতি রুখে দিতে সিলেটে গণস্বাক্ষর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
দুর্নীতি রুখে দিতে সিলেটে গণস্বাক্ষর

সিলেট: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০১৯ উপলক্ষে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ে সিলেটে গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। 

‌‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এ স্লোগানে সোমবার (৯ ডিসেম্বর) সকালে সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ গণস্বাক্ষর অনু্ষ্ঠানের আয়োজন করা হয়।  

জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট আঞ্চলিক কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ আয়োজন করে।

দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ে গণস্বাক্ষর করেন উপস্থিত লোকজন।  

এসময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলামসহ দুদুক আঞ্চলিক কার্যালয়ের কর্মকতা-কর্মচারি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।  

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন। তাই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়। প্রত্যেক স্ব স্ব অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে স্বোচ্ছার হলে বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা গড়া সম্ভব।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।