ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রোটারি ইন্টারন্যাশনালের টিআরএফ সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
রোটারি ইন্টারন্যাশনালের টিআরএফ সেমিনার

ঢাকা: ঢাকায় হোটেল রেডিসনে রোটারি ইন্টারন্যাশনালের মাল্টি ডিসট্রিক্ট টিআরএফ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন টিআরএফ চেয়ারম্যান সিকে হুয়াং।

সেমিনার চেয়ারম্যান শিরিন বনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্নর খায়রুল আলম, সাবেক গভর্নর ড. মীর আনিসুজ্জামান, আতাউর রহমান পীর, গভর্নর (নির্বাচিত) মো. রুবাইয়াত হোসেন, ড. বেলাল উদ্দিন আহমেদ, গভর্নর (নমিনি) মুতাসিম বিল্লাহ ফারুকী, আবু ফয়েজ খান চৌধুরী এবং অন্যান্য নেতারা।

বিশ্বকে পোলিও মুক্ত করার দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার সামাজিক সংগঠন, রোটারি ইন্টারন্যাশনাল । পোলিও ছাড়াও সারা বিশ্বে আর্ত মানবতার সেবায় গত ১১৪ বছর যাবত অসংখ্য কাজে ব্যাপৃত রয়েছে রোটারি।

মাত্র ২৬ দশমিক ৫০ ডলার পুঁজি নিয়ে ‘রোটারি ফাউন্ডেশন’ অব রোটারি ইন্টারন্যাশনালের যাত্রা শুরু। এখন এ ফাউন্ডেশন ১ দশমিক ৩ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে বিশ্বের বৃহত্তম অ-লাভজনক সেবা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ অর্থ মূলতঃ সারা বিশ্বে ১২ লাখের বেশি রোটারিয়ানের নিঃস্বার্থ দান লব্ধ। এছাড়া পোলিও নিরাময়ের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে বিল অ্যান্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশন এযাবৎ প্রায় ৬৫০ মিলিয়ন ডলার রোটারি ফাউন্ডেশনে দান করেছে।

সেমিনারে বক্তারা উল্লেখ করেন, বিশ্বের সর্ববৃহৎ মানবিক সংগঠন রোটারি টিআরএফের মাধ্যমে অবহেলিত মানুষের জন্য বিভিন্ন খাতে সেবা দিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।