ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

কাউখালীতে খামারে আগুন, ২ হাজার মুরগি পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
কাউখালীতে খামারে আগুন, ২ হাজার মুরগি পুড়ে ছাই খামারে আগুন ও পুড়ে যাওয়া মুরগি। ছবি: বাংলানিউজ

পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলায় একটি খামারে আগুন লেগে প্রায় দুই হাজার মুরগি পুড়ে গেছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের সরকারি বালক বিদ্যালয়ের পেছনে থাকা জালাল ও ফরিদের মুরগির খামারে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খামার মালিক জালাল ও ফরিদ জানান, সকাল ৮টার দিকে মুরগির ফার্মটিতে হঠাৎ আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো খামারে ছড়িয়ে পড়ে।  এ সময় খামারে থাকা প্রায় দুই হাজার মুরগি পুড়ে যায়। এছাড়া খামারের পাশেই মুরগির খাবার ও ডিম রাখা ছিল সেগুলোও পুড়ে গেছে। এতে তাদের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।  

কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবুবক্কর জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।