ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রীনগরে বাসচাপায় চাচা নিহত, ভাতিজা আহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
শ্রীনগরে বাসচাপায় চাচা নিহত, ভাতিজা আহত 

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বাসচাপায় নিতাই কর (৬০) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ভাতিজা সাগর কর (২২)। 

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের কেয়টখীরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

 

নিহত নিতাই কর উপজেলার ছয়গাও গ্রামের বাসিন্দা এবং আহত সাগর একই গ্রামের সুধী করের (নিতাইয়ের ভাই) ছেলে।  

ওই মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান বাংলানিউজকে জানান, সকালে মাওয়াগামী গাংচিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস কেয়টখীরা এলাকায় পথচারী ওই দুই চাচা-ভাতিজাকে চাপা দেয়। এসময় স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় দু’জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক চাচা নিতাই করকে মৃত ঘোষণা করেন। এছাড়া ভাতিজা সাগরের অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  

তিনি আরও জানান, এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ঘাতক বাসটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।