ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আজিমপুরে বাসচাপায় কিশোর নিহত ॥ ৩ মাসে ১০ দুর্ঘটনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০

ঢাকা: রাজধানীর আজিমপুর মোড়ে রোববার বাস চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম গোপাল চন্দ্র দাস (১৫)।

সে লালবাগ ঋষিপাড়ার ২৭৩/১ শিবশাহ রোডের গোকুল চন্দ্র সাহা’র ছেলে।
 
কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে সন্ধ্যায় উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে এবং ঘাতক বাসটি আটক করে ভাংচুর চালায়। পরে লালবাগ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসটি (ঢাকা মেট্রো-জ-১১-০৪৭২) আটক করে।

লালবাগ থানার অপারেশন অফিসার সাঈদ ইকবাল জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকা মেট্রোলিংক নামের একটি বাসের চাপায় গোপাল চন্দ্র দাস গুরুতর আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা সড়ক অবরোধ করে ঘাতক বাসটি ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করতেই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি জানিয়েছেন, এই ঘটনায় লালবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত তিন মাসের মধ্যে আজিমপুর মোড়ে ১০টিরও বেশি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় অন্তত চারজন নিহত ও সাতজন আহত হয়।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad