ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা রেঞ্জের সেরা ওসি করিমগঞ্জের মমিনুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
ঢাকা রেঞ্জের সেরা ওসি করিমগঞ্জের মমিনুল

কিশোরগঞ্জ: ক্লুলেস (প্রমাণ ছাড়া) হত্যা মামলার রহস্য উদঘাটনে পুলিশের ঢাকা রেঞ্জের সেরা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে সেরা ওসি হিসেবে তার হাতে পুরস্কার তুলে দেন ডিআইজি মোহাম্মদ হাবিবুর রহমান।  

সভায় প্রধান অতিথি হিসেবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী যোগ দেন।

 

এসময় উপস্থিত ছিলেন পুলিশের ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) মো. আসাদুজ্জামান, জিহাদুল কবির, কিশোরগঞ্জ পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদসহ অন্যান্য জেলার এসপি ও পুলিশের কর্মকর্তারা।  

এছাড়াও ঢাকা রেঞ্জের সেরা নির্বাচিত হয়ে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে করিমগঞ্জ থানার এসআই সোহেল রানা ও কুলিয়ারচর থানার এসআই আবুল কালাম আজাদ এবং সেরা চৌকিদার হিসেবে করিমগঞ্জ থানার হাবিব পুরস্কার পেয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad