bangla news

মহেশপুর সীমান্ত থেকে আরও ১৬ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১২-০৫ ৩:৫২:৪৩ পিএম
মহেশপুর সীমান্ত থেকে আটক ১৬ জন

মহেশপুর সীমান্ত থেকে আটক ১৬ জন

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই দালালসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে মহেশপুর উপজেলার জলুলী ও পলিয়ানপুর বিওপির অধীন এলাকা থেকে তাদের আটক করা হয়।

খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান বাংলানিউজকে জানান, সকালে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় জলুলী বিওপির অধীনে মাটিলা মাঠ থেকে চারজন পুরুষ, তিনজন নারী ও এক দালালকে আটক করা হয় এবং পলিয়ানপুর বিওপির অধীনে ভৈরবা মোড় থেকে পাঁচজন পুরুষ, দুইজন নারী ও একজন দালালকে আটক করা হয়। এরা সবাই নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। 

এর আগে ২৬ নভেম্বর একই সীমান্ত এলাকা থেকে নয়জন এবং ২৫ নভেম্বর চারজনকে আটক করা হয়। এদের মধ্যে ছয়জন পুরুষ, পাঁচজন নারী ও দুই শিশু রয়েছে। তারাও বাংলাদেশের নাগরিক বলে নিজেদের দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   বিজিবি ঝিনাইদহ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-12-05 15:52:43