ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৭ সালের মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে রোববার।

সরকারের এক তথ্য বিবরণীর মাধ্যমে বিকেলে এ ফল প্রকাশের কথা জানানো হয়।



প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট কলেজসমূহ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd থেকে সংগ্রহ করা যাবে।

এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানা যাবে। এক্ষেত্রে ম্যাসেজ অপশন থেকে NU<space>MF<space>Roll লিখে ৪৬৩৬ নম্বরে send করতে হবে।

যেসব বিষয়ের ফলাফল প্রকাশিত হয়েছে সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, মার্কেটিং, ভূগোল, গার্হস্থ্য অর্থনীতি, আরবি, পালি, সংস্কৃত, মনোবিজ্ঞান, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান এবং প্রাণ-রসায়ন।

অন্যান্য বিষয়ের ফলাফল পর্যায়ক্রমে প্রকাশিত হবে বলে তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।