ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিরপুরে জোড়া খুন: গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
মিরপুরে জোড়া খুন: গ্রেফতার ২

ঢাকা: রাজধানীর মিরপুর-২ নম্বর সেকশনের একটি বাসা থেকে এক বৃদ্ধা ও গৃহকর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাররা হলেন- রমজান (২২) ও ইউসুফ (২৩)।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর সদরঘাট এলকা থেকে ডিবি পশ্চিম বিভাগের একটি টিম তাদের গ্রেফতার করে।

ডিবি জানায়, মিরপুর-২ নম্বর সেকশনের ওই ভাড়া বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড চলতো।

সেই টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বিবাদের জেরে রমজান ও ইউসুফ মিলে এ হত্যাকাণ্ড ঘটায়।

ডিবির সিনিয়র সহকারী কমিশনার (এসি) শাহাদাত হোসেন সুমন জানান, সন্ধ্যায় লঞ্চে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সদরঘাট এলাকা থেকে রমজান ও ইউসুফ নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। টাকা সংক্রান্ত বিবাদের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেফতারদের আরও জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডের সার্বিককারণ নিশ্চিত হওয়া যাবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর-২ এর ‘এ’ ব্লকের ২ নম্বর রোডের একটি বাসার চারতলা থেকে বৃদ্ধা রহিমা বেগম (৭০)  ও গৃহকর্মী সুমির (১৭) মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় বুধবার সকালে নিহত বৃদ্ধা রহিমা বেগমের মেয়ে রাশিদা বেগম বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।