ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চৌহালীতে ভটভটি খাদে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
চৌহালীতে ভটভটি খাদে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালীতে ভটভটি খাদে পড়ে আলমগীর হোসেন (২৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন ব্যবসায়ী।

বুধবার (০৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার খাস কাউলিয়া আজিমুদ্দিন মোড় এলাকায় কাঁচা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।  

আলমগীর হোসেন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বনগ্রামের আব্দুল মান্নানের ছেলে।

 

আহতরা হলেন- একই গ্রামের নুরু সেকেন্দারের ছেলে আব্দুল মান্নান (৩২), সেকান্দার আলীর ছেলে মতিন (৩৫) ও ছইন উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৩৫)। আশঙ্কাজনক অবস্থায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বাংলানিউজকে জানান, ভটভটিতে গরু বোঝাই করে ওই চার ব্যবসায়ী শাহাজানী হাটে যাচ্ছিলেন। তারা আজিমুদ্দিন মোড় এলাকায় পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চারজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আলমগীর হোসেন মারা যান।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।