ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মশক নিয়ন্ত্রণে ডিএনসিসিতে আধুনিক মেশিনের সংযোজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
মশক নিয়ন্ত্রণে ডিএনসিসিতে আধুনিক মেশিনের সংযোজন

ঢাকা: মশক নিধন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বেশ কয়েকটি আধুনিক মেশিনের সংযোজন করা হয়েছে। কীটতত্ত্ববিদদের পরামর্শে এগুলোর সংযোজন করা হয়।

বুধবার (০৪ ডিসেম্বর) ডিএনসিসি সূত্রে জানা যায়, সংযোজিত আধুনিক যন্ত্রপাতির মধ্যে ২০টি মিস্ট ব্লোয়ার এবং দুইটি ভেহিকেল মাউন্টিং ফগার মেশিন রয়েছে। এছাড়া আরও তিনটি ভেহিকেল মাউন্টিং ফগার মেশিন কেনা হচ্ছে।

ইতোমধ্যে ডিএনসিসির ১০টি অঞ্চলে দুইটি করে মোট ২০টি মিস্ট ব্লোয়ার বরাদ্দ দেওয়া হয়েছে।

এই মিস্ট ব্লোয়ার পাওয়ার স্প্রে মশার ডিম ও লার্ভা নিধনে লার্ভিসাইডিংয়ের জন্য ব্যবহৃত হয়। ড্রেনের ভেতরের মশা নিধনে লার্ভিসাইডিংয়ের জন্য মিস্ট ব্লোয়ার খুবই উপযোগী। এ মেশিনের সাহায্যে প্রায় ৩০ থেকে ৪০ ফুট পর্যন্ত দূরত্বে লার্ভিসাইডিং করা যায়। একেকটি মেশিন পরিচালনা করতে মাত্র একজন লোকই যথেষ্ট। ম্যালেরিয়া অয়েল বিসহ যেকোনো লার্ভিসাইডিংয়ের জন্য এ মেশিন ব্যবহার করা যায়।

গত ২১ নভেম্বর ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম মিস্ট ব্লোয়ার মেশিনগুলোর উদ্বোধন করেন।

ভেহিকেল মাউন্টিং ফগার মেশিন দুইটি জার্মানি থেকে আনা হয়েছে। প্রতিটি মেশিন পিকআপ ভ্যানে বসিয়ে উড়ন্ত মশা নিধন অর্থাৎ এডাল্টিসাইডিং করা হয়। প্রতিটি মেশিনে ১৫০ লিটার এডাল্টিসাইড রাখা যায়।

মেশিনগুলোর সাহায্যে অনেক দূর পর্যন্ত এডাল্টিসাইডিং করা যায়। কোনো গলির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এ মেশিনের ধোঁয়া চলে যায়। ফলে অল্প সময়ে অনেক এলাকা এডাল্টিসাইডিং করা যায়।

ভেহিকেল মাউন্টিং ফগার মেশিন দুটি নভেম্বর থেকে ব্যবহারে আছে। এছাড়া ইতোমধ্যে ১০টি মোটরসাইকেলে ফগার মেশিন স্থাপন করে ডিএনসিসির ১০টি অঞ্চলে ব্যবহার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এসএমএকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।