ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১০ কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
১০ কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া কাউন্সিল বাজার থেকে ১০ কোটি টাকার হেরোইনসহ আব্দুল আলীম (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (০২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়। পরে রাত ৯টার দিকে র‌্যাব সংবাদ সম্মেলনে বিষয়টি জানায়।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোয়ালিয়া কাউন্সিল বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। অভিযানকালে একটি টমেটোর ঝুঁড়ি তল্লাশি করে ১০ কেজি হেরোইনসহ আলীমকে আটক করা হয়। জব্দ হওয়া হেরোইনের আনুমানিক মূল্য ১০ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলীম মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় গোমস্তাপুর থানায় আলীমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।