bangla news

নাটোরে কয়েদির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১২-০২ ৬:৫৬:৩৩ পিএম
নাটোরের ম্যাপ

নাটোরের ম্যাপ

নাটোর: নাটোরে নিয়ামত আলী নামে (৩৪) মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিয়ামত আলী শহরের কান্দিভিটুয়া এলাকার আব্দুস সালামের ছেলে। সম্প্রতি 
তিনি মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়ে জেলা কারাগারে ছিলেন।

নাটোরের জেল সুপার আব্দুল বারেক এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিয়ামত আলী একজন মাদকাসক্ত ব্যক্তি ছিলেন। গত ২৮ নভেম্বর মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়ামতের এক মাসের কারাদণ্ড হয়। রোববার (০১ ডিসেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

চিকিৎসা দিয়ে রাতে কারাগারে আনা হয়। রোববার সকালে আবারও বুকে ব্যথা অনুভূত হলে তাকে ফের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯ 
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   নাটোর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-12-02 18:56:33