bangla news

পার্বত্য শান্তিচুক্তির বর্ষপূর্তি উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১২-০২ ১২:৪১:০৮ পিএম
শান্তিচুক্তির ২২তম বর্ষপূর্তিতে র‌্যালি

শান্তিচুক্তির ২২তম বর্ষপূর্তিতে র‌্যালি

বান্দরবান: নানা আয়োজনে মধ্যদিয়ে বান্দরবান জেলা প্রশাসন, পার্বত্য জেলা পরিষদ ও সেনাবাহিনীর উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২২তম বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে।

সোমবার (০২ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। 

এতে পার্বত্য এলাকার ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় ও বাঙালিরা মিলে বর্ণিল পোশাক, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে এতে অংশ নেন।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে রাজার মাঠে এসে সমবেত হয়। এসময় অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

সভায় বান্দরবানের ডিসি মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, বান্দরবান সেনা রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরান, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি, পৌর মেয়র মোহাম্মেদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিং ইয়ং ম্রো, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাসসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শুরু হয় সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ। 

অনুষ্ঠানে গরীব ও অসহায়দের মধ্যে এক হাজার পিস কম্বল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বই-খাতা, স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করে বান্দরবান সেনা রিজিয়ন।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে এ শান্তিচুক্তি সম্পাদিত হয়।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   বান্দরবান
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-12-02 12:41:08