ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা-ভোলা রুটের যাত্রীবাহী লঞ্চের ছাদ থেকে পড়ে এক যাত্রী নিখোঁজ

ছোটন সাহা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০

ভোলা: ভোলা-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ এমভি গ্লোরি অব শ্রীনগরের ছাদ থেকে রোববার এক যাত্রী সন্ধ্যায় নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারের কাজ চলছে।



লঞ্চের প্রত্যদর্শী যাত্রী জাকির হোসেন জানান, রোববার সন্ধ্যার পর অজ্ঞাত ওই যাত্রী ঢাকা সদরঘাট যাত্রীবাহী লঞ্চ গ্লোরি অব শ্রীনগরে চরে ভোলার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় ওই যাত্রী লঞ্চের ছাদ থেকে হঠাৎ করেই পা ফসকে নদীতে পড়ে যান।

লঞ্চের মাস্টার তরুণ সাহা বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা লঞ্চে ঘটেনি। তবে বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি। ’

গ্লোরি অব শ্রীনগর লঞ্চের আনসার খোকা মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনা শুনে আমরা অনেক খোঁজাখুজি করেছি। তবে কাউকে পাওয়া যায়নি। ’

নিখোঁজ হওয়া যাত্রীর নাম কিংবা পরিচয় জানা যায়নি। তবে তার বাড়ি ভোলায় বলে কয়েকজন যাত্রী জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।