ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জলবায়ু পরিবর্তনের প্রভাব জানাতে গণমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০

ঢাকা: জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে দেশবাসীকে জানাতে গণমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বয়ের গঠিত ‘নেটওয়ার্ক অন কাইমেট চেঞ্জ বাংলাদেশ (এনসিসিবি)’।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানানো হয়।



সাংবাদিক সম্মেলনে উপস্থাপিত মূল প্রবন্ধে এনসিসিবি’র গবেষক সৌদিয়া আনোয়ার বলেন, ‘২০৩০ সাল নাগাদ পৃথিবীর গড় তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে বাংলাদেশের সমুদ্রের পানির উচ্চতা ১৪ সেন্টিমিটার বেড়ে যেতে পারে। এর ফলে বাংলাদেশের অন্তত ১০ শতাংশ এলাকা পানিতে তলিয়ে যাবে। ’

তিনি বলেন, ‘এ প্রভাব সম্পর্কে দেশের মানুষকে স্পষ্টভাবে জানাতে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। ’

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ মস আরেফিন সিদ্দিক বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে বাংলাদেশের কোনো ভূমিকা না থাকলেও এর প্রভাব মোকাবিলা করতে হবে। ক্ষতিপূরণ দিলেও এ ধরনের ক্ষতিকর প্রভাব আগেই বাংলাদেশের অস্তিত্বই বিপন্ন করে তুলবে। ’

ঢাবি উপাচার্য আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের এ প্রভাব সম্পর্কে দেশবাসীকে জানানোর দায়িত্ব গণমাধ্যম এড়িয়ে যেতে পারে না। ’

এনসিসিবি’র প্রচারণা উপদেষ্টা মনজুর রশিদের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।