ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেশব্যাপী যাত্রীবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
দেশব্যাপী যাত্রীবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার নৌযান। ছবি: বাংলানিউজ

ঢাকা: শ্রম মন্ত্রণালয়ের আশ্বাসে ও চরমোনাই পীর সাহেবের মাহফিলের কথা বিবেচনা করে দেশব্যাপী শুরু হওয়া যাত্রীবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ। কিন্তু, মালবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলবে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ নৌযান শ্রমিক লীগের সভাপতি ওমর ফারুক বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে খাদ্যভাতা, সুপেয় পানির খরচ আদায়সহ ১৫ দফা দাবিতে পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার সকাল থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ।

এদের সঙ্গে চারটি সংগঠন রয়েছে। এগুলো, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ, বাংলাদেশ কার্গো ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বাল্কহেড, ট্রলার শ্রমিক ইউনিয়ন।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।