ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেশব্যাপী নৌযান শ্রমিকদের কর্মবিরতি, ঢাকা ছাড়ছে না লঞ্চ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
দেশব্যাপী নৌযান শ্রমিকদের কর্মবিরতি, ঢাকা ছাড়ছে না লঞ্চ

ঢাকা: নিয়োগপত্র, বেতন-ভাতা বৃদ্ধি, নৌপথে চাঁদাবাজি বন্ধ, নাব্য সংকট দূর করাসহ ১৫ দফা দাবিতে পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে দেশব্যাপী কর্মবিরতি পালন শুরু করেছেন নৌযান শ্রমিকরা। ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে না কোনো লঞ্চ।

এ বিষয়ে শ্রম অধিদপ্তরে দুপুর ১২টায় ও বিকেল ৫টায় দুই গ্রুপের সঙ্গে আলাদা বৈঠক হবে বলে জানা যায়।

খাদ্যভাতা, সুপেয় পানির খরচ আদায়সহ ১৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ।

 

এদের সঙ্গে চারটি সংগঠন রয়েছে। এগুলো হলো- বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ, বাংলাদেশ কার্গো ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বাল্কহেড, ট্রলার শ্রমিক ইউনিয়ন।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।