ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে মোটরসাইকেল শো-রুমে অভিযান, ২ জনের অর্থদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
ফেনীতে মোটরসাইকেল শো-রুমে অভিযান, ২ জনের অর্থদণ্ড

ফেনী: ফেনী জেলা সদরে একটি মোটরসাইকেল শো-রুমে অভিযান চালিয়ে ভুয়া কাগজপত্রের জন্য দুইজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাস পুকায়স্থের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।  

রাজিব দাস জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

এসময় মহিপাল সংলগ্ন শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ‘সাহেদ মোটরস’-এ তল্লাশি চালিয়ে গাড়ি বিক্রি ও চালনা বিষয়ক বিভিন্ন ধরনের ভুয়া কাগজপত্র উদ্ধার করা হয়। এ জন্য সাহেদ মোটরস-এর ম্যানেজার আনোয়ার হোসেন ও কর্মচারী সাইফুলকে ৫শ’ টাকা করে মোট এক হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জাতীয় গোয়েন্দা সংস্থার একটি টিম, বিআরটিএ অফিসের পরিদর্শক জমির উদ্দিন ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এসএইচডি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ