ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় দুর্ঘটনায় ১০ গরু ব্যবসায়ী আহত

শরিফুল ইসলাম আশিক, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০

মাগুরা: জেলার সদর উপজেলায় যাত্রীবাহী পরিবহনের ধাক্কায় গরুবাহী ট্রাক উল্টে আহত হয়েছেন ১০ গরু ব্যবসায়ী। গুরুতর আহত ব্যবসায়ী টগরর উদ্দিন (৪৫)কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



রোববার বিকেল ৫টায় শহরতলীর ইটখোলা বাজার এলাকা থেকে আলমখালী বাজারে যাওয়ার পথে জোতপাড়া এলাকায় মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত অন্য ব্যবসায়ীরা হলেন সমির উদ্দিন (৬৫), ইয়াকুব আলী (৫০), সুজ্জল (২৮), কামরুল (২৫), মনিরুল (৩০), জমিন (৩০), শরিফুল (৪৫), বিল্লাল হোসেন (৪০) ও কামাল (৪০)। এদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ীদের সবার বাড়ি সদর উপজেলার দেড়–য়া গ্রামে।

আহত ব্যবসায়ী বিল্লাল হোসেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘গরুবোঝাই ট্রাকটি জোতপাড়া এলাকায় পৌঁছানোমাত্র ঝিনাইদহের দিকে থেকে আসা দ্রুতগতির একটি বাস ট্রাকটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। ’

সদর থানার উপপরিদর্শক মাহাতাবুর রহমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad