ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সচিবদের প্রতি অর্থমন্ত্রীর নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০
সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সচিবদের প্রতি অর্থমন্ত্রীর নির্দেশনা

ঢাকা: প্রশাসনে কাজের গতি বৃদ্ধি, সরকারের ঘোষিত উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়ন, জনসেবাকে গুরুত্ব দেওয়া এবং প্রশাসনের সঙ্গে সরকারের সু-সম্পর্ক গড়ে তুলতে সব সচিবকে দিক-নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সব মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে রোববার দুপুরে প্রশাসনিক উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত অনুষ্ঠিত বিশেষ বৈঠকে অর্থমন্ত্রী এই নির্দেশনা দেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর প্রশাসন ও সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামও উপস্থিত ছিলেন।

প্রশাসনের ৫২ সচিবের মধ্যে ১৫ জন বৈঠকে বিভিন্ন বিষয়ে তাদের মতামত জানান।

বৈঠক শেষে আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের বলেন, ‘এ বছরের বাজেট সফলভাবে বাস্তাবায়ন করতে সচিবদের নিয়ে বৈঠক করা হয়েছে। এ বাজেট বাস্তবায়ন হলে মানুষের উন্নয়ন হবে। ’

সরকারকে ভালোভাবে পরিচালনা করতে হলে প্রশাসনের আরো উন্নয়ন দরকার বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘প্রশাসনের উন্নতির জন্য সংশ্লিষ্টদের প্রশিক্ষণ, তাদের সঙ্গে মতবিনিময় এবং আন্তঃমন্ত্রণালয় আলোচনার প্রয়োজন। এজন্যই সচিবদের সঙ্গে বৈঠক করা হয়েছে। প্রশাসনের সঙ্গে সরকারের সু-সম্পর্ক থাকা উচিত। সরকার কী চায়, প্রশাসনকে তা বুঝতে হবে। ’

অর্থমন্ত্রী বলেন, ‘জনসেবা নির্ভর করে কমিটমেন্টের (প্রতিশ্রুতি) ওপর। কমিটমেন্ট ঠিক থাকলে সফলতা আসে। প্রশাসনকে সেটা বুঝতে হবে। ’

অর্থমন্ত্রীও আগামী অর্থ বছর থেকে জেলা বাজেট কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন।

মন্ত্রিপরিষদ সচিব এম আব্দুল আজিজ এনডিসি বৈঠক সম্পর্কে সাংবাদিকদের জানান, প্রশাসনের জনবল বিষয়ে আলোচনা হয়েছে। উন্নয়ন কর্মকা- বাস্তবায়নে রুলস অব বিজনেস বেশি করে অনুসরণ করতে হবে। সামনের অর্থবছর থেকে জেলা পর্যায়ের বাজেট প্রণয়ন করা হবে। বৈঠকে বাজেটে কী থাকবে, কোন জেলায় কী গুরুত্ব পাবে, বাস্তবায়ন পদ্ধতি কী হবে এগুলো আলোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।