ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহেশখালীতে যারা আত্মসমর্পণ করছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
মহেশখালীতে যারা আত্মসমর্পণ করছেন জমা দেওয়া অস্ত্র। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন পরিষদ মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জমা দিয়ে ৯৬ জন সন্ত্রাসী আত্মসমর্পণ করেছেন।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে এসব সন্ত্রাসীরা স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় নিয়ে আত্মসমর্পণ করেন। এদের মধ্যে দস্যু, অস্ত্র কারিগর,অবৈধ অস্ত্রধারী রয়েছেন।

জমা দেওয়া অস্ত্র তৈরির মেশিন।  এরা হলেন: আইয়ুববাহিনীর প্রধান আইয়ুব, আব্দুল করিম বদিয়াবাহিনীর প্রধান আব্দুল করিম বদিয়া, গুরা কালুবাহিনীর প্রধান মোহাম্মদ কালু, হামিদবাহিনীর প্রধান আব্দুল হামিদ, কালা জাহাঙ্গীরবাহিনীর প্রধান  জাহাঙ্গীর আলম, জিয়াবাহিনীর প্রধান জিয়াউর রহমান জিয়া, করিমবাহিনীর প্রধান মাহমুদুল করিম, সিরাজবাহিনীর প্রধান সিরাজদৌল্লাহ চৌধুরী, স্বপনবাহিনীর প্রধান মান্না দে স্বপন, মিন্টুবাহিনীর প্রধান আব্দুল্লাহ মিন্টু এছাড়াও শিকদার বাহিনীর দুইজন, আঞ্জুবাহিনীর একজন, জুনায়েদবাহিনীর দুইজন, কালাজাহাঙ্গীর বাহিনীর একজন, কালাবদাবাহিনীর একজন, জিয়াবাহিনীর দুইজন, গুরাকালু বাহিনীর একজন এবং ৯জন অস্ত্রের কারিগর ও অন্যান্য ১৫ জনসহ ১৮টি বাহিনীর ৯৬জন সন্ত্রাসী।

আরও পড়ুন>>মহেশখালীতে ৯৬ জলদস্যু-অস্ত্র কারিগরের আত্মসমর্পণ

তারা যা জমা দিয়েছেন: এ সময় তারা ১৩টি থ্রি নট থ্রি রাইফেল, একটি দেশীয় তৈরি দোনলা বন্দুক, ১৪১টি একনলা বন্দুকসহ ১৫৫টি আগ্নেয়াস্ত্র এবং ২৮টি থ্রি নট থ্রি রাইফেলের গুলি, ২৫৫টি বন্দুকের কার্তুজ এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ