ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁ-ঢাকা রুটে বাস চললেও এখনো বন্ধ অভ্যন্তরীণ রুটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
নওগাঁ-ঢাকা রুটে বাস চললেও এখনো বন্ধ অভ্যন্তরীণ রুটে

নওগাঁ: পরিবহন শ্রমিকদের ধর্মঘটের পাঁচদিন পর নওগাঁ থেকে ঢাকা রুটে বাস চলাচল শুরু হয়েছে। তবে এখনো বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল থেকে ঢাকার উদ্দেশে বাস চলাচল শুরু হয়। এতে করে স্বস্তি ফিরেছে দূরপাল্লার যাত্রীদের মধ্যে।

অন্যদিকে, জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল এখনো বন্ধ রয়েছে। পাশপাশি বন্ধ রয়েছে ট্রাক- ট্যাংকলরি ও কাভার্ডভ্যান পরিবহন।

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বাংলানিউজকে জানান, দেশের অনেক জেলায় বাস চলাচল শুরু হয়েছে। কিন্তু নওগাঁয় এখনো শুরু হয়নি। এখন শ্রমিকরা যদি বাস না চালায়, তাহলে আমরা তো তাদের জোর করতে পারিনা।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad