ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সিলেটে ছাত্রলীগ নেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
সিলেটে ছাত্রলীগ নেতা গ্রেফতার হিরণ মাহমুদ নিপু। ছবি: বাংলানিউজ 

সিলেট: চাঁদাবাজিসহ একাধিক মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব-৯।  

বুধবার (২০ নভেম্বর) রাতে নগরীর শাহপরান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহপরান উত্তর বালুচরের মৃত ইয়াদ আলীর ছেলে তিনি।

 

র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে দুপুরে শাহপরান এলাকায় অভিযান চালিয়ে নিপুকে গ্রেফতার করা হয়েছে।  

নিপুর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিসহ ৬টি মামলা রয়েছে। এসব মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। রাতেই তাকে শাহ্পরান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এনইউ/কেএসডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।