ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিচারবহির্ভূত হত্যার অভিযোগ অস্বীকার করেছেন র‌্যাবের নয়া ডিজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০
বিচারবহির্ভূত হত্যার অভিযোগ অস্বীকার করেছেন র‌্যাবের নয়া ডিজি

ঢাকা: বিচারবহির্ভুত হত্যার অভিযোগ অস্বীকার করেছেন র‌্যাবের নয়া মহাপরিচালক মোখলেসুর রহমান।

দায়িত্ব গ্রহণের পর রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছিলেন তিনি।



ডিজি বলেন, ‘র‌্যাবের মতো সুশৃঙ্খল বাহিনী আইন ও বিধি বহির্ভূত কোনো কাজ করতে পারবে না। ’

তিনি বলেন, ‘কোনো সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র নিয়ে র‌্যাবের ওপর আক্রমণ চালায় তাহলে র‌্যাবের মত একটি এলিট ফোর্স পালিয়ে যেতে পারেনা। ’

তবে র‌্যাব সদস্যসরা বিচারবহির্ভূত কিছু করলে বিধি অনুযায়ী বিচার ও শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলার উন্নয়নে সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় র‌্যাবের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ’

অতিতের অভিজ্ঞতা থেকে সব ধরনের ব্যক্তিস্বার্থ ও প্রতিহিংসার উর্ধ্বে থেকে সম্পূর্ণ পেশাদারিত্ব মনোভাব নিয়ে র‌্যাব সদস্যরা দায়িত্ব পালনে আত্মনিয়োগ করবে বলে তিনি বিশ্বাস করেন।

মোখলেসুর রহমান বলেন, ‘র‌্যাব সদস্যদের দক্ষতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জঙ্গি দমনের মাধ্যমে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকবে। ’

তিনি বলেন, ‘জঙ্গি দমনের পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থী দমনে র‌্যাবের বলিষ্ট ভূমিকা থাকবে।   এছাড়া জঙ্গিদের মদদানকারীদের খুঁজে বের করতে র‌্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে। ’

হেলিকপ্টার কেনা ও নতুন দুইটি ব্যাটলিয়ন চালুর পরিকল্পনা পক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।