ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে তুলার কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
গাজীপুরে তুলার কারখানায় আগুন আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে ওই কারখানার মেশিন ও ঝুট-তুলা পুড়ে গেছে। এতে প্রায় দুই থেকে লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে ওই কারখানায় বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ বাংলানিউজকে জানান, সালনা এলাকায় জহিরুল ইসলামের মালিকানাধীন ঝুট থেকে তুলা তৈরির টিনশেড কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে কারখানার মেশিন ও ঝুট-তুলা পুড়ে প্রায় ২/৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুন লাগে বলে ওই কর্মকর্তা জানান।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ