ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বেনাপোল সীমান্তে পাচারকারীসহ আটক ৫৪

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
বেনাপোল সীমান্তে পাচারকারীসহ আটক ৫৪

বেনাপোল (যশোর): ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে পাচারকারীসহ ৫৪ নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (২০ নভেম্বর) সকালে ২১ ও ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটকদের সবার বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়।

বিজিবি জানায়, গোপন খবর পেয়ে সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় ৪৯ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়। অপরদিকে, অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন রহিঙ্গা নারী ও শিশু এবং দুই পাচারকারীকে আটক করে বিজিবি।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পিন্টু লাল দাস বাংলানিউজকে জানান, আটকদের যশোর আদালতে পাঠানো হচ্ছে ও পাচারকারীদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।