ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহায়তা চাইলেন শাহরিয়ার আলম

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহায়তা চাইলেন শাহরিয়ার আলম

ঢাকা: মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহায়তা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাও‌কি ই‌তোর সঙ্গে এক বৈঠকে এ সহায়তা চান প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৈঠকে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহায়তা চান তিনি। একইসঙ্গে বাংলাদেশ থেকে বিশেষায়িত কর্মী নেওয়ার উদ্যোগে জাপানের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। এ উদ্যোগের মধ্যে দিয়ে দু’দেশেই লাভবান হবে বলে প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী।

ঢাকায় নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতোর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এটাই প্রথম বৈঠক।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।