ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে গুদামে অগ্নিকাণ্ড, ৩১ লাখ টাকার ক্ষতি

সানি সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০

দিনাজপুর: দিনাজপুর শহরের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে ওই গুদামে রাখা ৩১ লাখ টাকার মালামাল।



দিনাজপুর ফায়ার সার্র্ভিস কর্মকর্তা জাহাঙ্গীর বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘রোববার দুপুর দেড়টার দিকে দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী এলাকায় রবিউল হাসানের মোস্তফা এন্টারপ্রাইজ এবং কাজী গোলাম জিলানীর জিলানী এন্টারপ্রাইজের যৌথ গোডাউনে বিদ্যুৎ শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। ’

অগ্নিকাণ্ডে গোডাউনে রাখা প্রায় ৩১ লাখ টাকার মালামাল পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ফায়ার সার্র্ভিস কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভাতে সম হয়।

মালিকপক্ষ জানায়, গোডাউনে রাখা মেঘনা গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রায় ১৫ লাখ টাকা, জিকিউ মার্কেটিঙের ৮ লাখ টাকা এবং আল-আমিন বেভারেজের ৮ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

এসব মালামালের মধ্যে মশার কয়েল, কলম, লবণ, চিনি, আটা, গুড়া মশলা, সয়াবিন তেল, সরিষার তেল, মিনারেল ওয়াটার, কোল্ড ড্রিংকস, প্লাস্টিকের বাটি ও বালতি ছিল বলে জানান গোডাউন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তি।

দিনাজপুর পৌর কাউন্সিলর জহুরা রহমান বালি ও ফয়সাল আলম সুমন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।