ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের দাবি

ঢাকা: কর্মবিরতির নামে অঘোষিত পরিবহন ধর্মঘট অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

একইসঙ্গে মালিক-শ্রমিক-যাত্রীসহ সবার প্রতি সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

বুধবার (২০ নভেম্বর) সকালে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বিজ্ঞপ্তিতে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, একটি চিহ্নিত গোষ্ঠী পরিবহন সেক্টরে প্রভাব বিস্তার করে নানা সময়ে সরকারের ভালো কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এই গোষ্ঠী নতুন সড়ক আইন বাস্তবায়নে বাধা দিচ্ছে। তারা নিরীহ শ্রমিকদের মাঝে গুজব রটিয়ে সুবিধা হাসিল করতে চায়। এই মহলটি পরিবহন সেক্টরে চাদাঁবাজি, ধান্দাবাজি, নৈরাজ্যকে পুঁজি করে দীর্ঘদিন ধরে তাদের স্বার্থ হাসিল করে আসছিল। এদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

পরিবহন আইন সংশোধন গণতান্ত্রিক পন্থায় সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, এই আইনে যাত্রী সাধারণের কোনো প্রতিনিধিত্ব রাখা হয়নি। ভাড়া নির্ধারণ, পরিবহন পরিচালনার কমিটিসহ সব ক্ষেত্রে যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা গণমানুষের দাবি। তাই আমরাও এই আইন সংশোধন চাই।

তবে দাবি আদায়ের কথা বলে জনদুর্ভোগ সৃষ্টি এবং কর্মবিরতির নামে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
আরকেআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad