ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

চিরিরবন্দরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৫, নভেম্বর ২০, ২০১৯
চিরিরবন্দরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে যুবলীগ কর্মীসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার ভিয়াইল ইউনিয়নের খেড়খাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার জয়পুর গ্রামের ওসমান গণির ছেলে আশিকুর রহমান (৩৫) ও খেড়খাটি গ্রামের বাসিন্দা দেবেশ চন্দ্র (৩০)।

আশিকুর রহমান উপজেলা যুবলীগের কর্মী বলে জানা গেছে।  

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বাংলানিউজকে জানান, উপজেলার ভিয়াইল ইউনিয়নের খেড়খাটি গ্রামের কাঁকড়া নদী থেকে বালু নিয়ে একটি ট্রাক মোহনপুর ব্রিজের দিকে যাচ্ছিলো। এসময় ট্রাকটি আমবাড়ী থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোড়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক ঘটনাস্থলেই মারা যায়।

পরে স্থানীয়দের কাছ থেকে খরব পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।