ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভূরুঙ্গামারীতে ৩৫ টাকার লবণ বিক্রি ৬০, ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
ভূরুঙ্গামারীতে ৩৫ টাকার লবণ বিক্রি ৬০, ব্যবসায়ীকে জরিমানা

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে লবণ বিক্রি করায় মবিদুল ইসলাম না‌মে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মবিদুল ইসলাম ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মৃত ওমর আলীর ছে‌লে।

মঙ্গলবার (১৯ ন‌ভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দি‌কে উপ‌জেলার দেওয়ানের খামার বাজারে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম মাগফুরুল হাসান আব্বাসী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

ইউএনও এএইচএম মাগফুরুল হাসান আব্বাসী বাংলা‌নিউজ‌বে জানান, কৃত্রিম সংকট তৈরি করে ওই ব্যবসায়ী ৩৫ টাকার লবণ ৬০ টাকায় বিক্রি করছেন বলে ক্রেতারা অভিযোগ করেছেন। তারই ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে এ জরিমানা করা হয়েছে। অনাদায় তাকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ন‌ভেম্বর ১৯, ২০১৯
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।