ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

অতিরিক্ত লবণ কিনলেই অর্থদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫২, নভেম্বর ২০, ২০১৯
অতিরিক্ত লবণ কিনলেই অর্থদণ্ড  ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: গুজবে কান দিয়ে প্রয়োজনের অতিরিক্ত লবণ কেনায় পটুয়াখালীতে দুই জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের নিউমার্কেট এলাকায় জেলা পুলিশের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।  

মাহবুবর রহমান জানান, দাম বেড়ে যাওয়ার গুজবে প্রয়োজনের অতিরিক্ত লবণ কেনায় শহরের ৯ নম্বর ওয়ার্ডের কালিকাপুর এলাকার সুলতান মিরা এবং আউলিপুর এলাকার জাকারিয়া শিকদারকে দুইশ’ টাকা করে জরিমানা করা হয়।

গুজব প্রতিরোধে এ অভিযান চলবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।