ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লবণ নিয়ে গুজব ছড়ানো রোধে বিসিসির নজরদারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
লবণ নিয়ে গুজব ছড়ানো রোধে বিসিসির নজরদারি

বরিশাল: লবণ নিয়ে গুজব ছড়ানো ও মূল্যবৃদ্ধি রোধে মাঠে নেমেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।

এরইমধ্যে বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বে একটি দল নগরীর বিভিন্ন এলাকায় নজরদারি শুরু করেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর থেকে তারা নগরের চকবাজার, বাজার রোড, হাটখোলা ও সদররোড এলাকায় অভিযান চালাচ্ছেন।

এসময় বিসিসি কর্মীরা ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে কথা বলে তাদের সতর্ক করেন। পাশাপাশি গুজবে কান না দিয়ে নির্ধারিত মূল্যে লবণ কেনাবেচার আহ্বান জানান তারা।

বিসিসি জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, গুজব প্রতিরোধে আমরা সতর্ক ও সচেষ্ট রয়েছি।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এমএস/কেএসডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।