ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৩৫ টাকার লবণ ৫০, জরিমানা আট হাজার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
৩৫ টাকার লবণ ৫০, জরিমানা আট হাজার  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলায় কেজি প্রতি ৩৫ টাকার লবণ ৫০ টাকা বিক্রির দায়ে দুই দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পুরাতন ফেরিঘাটের সাহা স্টোর ও মুক্তারপুর এলাকায় মায়ের দোয়া স্টোরকে এ জরিমানা করা হয়।  

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আসিফ আল আজাদ জানান, প্রতি কেজি লবণের দাম ৩৫ টাকা নেওয়ার কথা থাকলেও ক্রেতাদের কাছ থেকে ৫০ টাকা আদায় করা হচ্ছিল।

এজন্য পুরাতন ফেরিঘাট এলাকার সাহা স্টোরকে ৫ হাজার ও মুক্তারপুর এলাকার মায়ের দোয়া স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিভিন্ন বাজার পরিদর্শন করে লবণের নির্ধারিত দাম রাখার জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ১৯ নভেম্বর ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।