ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাকা ধান নষ্ট করার প্রতিবাদ করায় কৃষককে কুপিয়ে আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
পাকা ধান নষ্ট করার প্রতিবাদ করায় কৃষককে কুপিয়ে আহত হাসপাতালে চিকিৎসাধীন আহত আবু বক্কর ছিদ্দিক। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলায় পাকা ধান নষ্ট করার প্রতিবাদ করায় আবু বক্কর ছিদ্দিক নামে এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ-পূর্ব চর চান্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার, পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার লতিফ ইঞ্জিনিয়ার বাড়ির পাশে নিজের জমিতে আবু বক্কর আমন ধান রোপন করেন।

ওই বাড়ির শফি উল্যাহ ও তার ছেলে নয়ন প্রতিহিংসা বশত হাঁস, মুরগি ও গরু দিয়ে প্রতিনিয়ত পাকা ধান গুলো নষ্ট করে আসছেন। বিকেলে ধান ক্ষেতে হাঁস, মুরগি ও গরু দেখে আবু বক্কর প্রতিবাদ করেন। এ সময় শফি উল্যাহ তার বখাটে ছেলে নয়ন লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আবু বক্কর কে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় আবু বক্করের ছেলে নূর উদ্দিন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় শফি ও নয়নের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মইন উদ্দিন বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে কৃষকের পরিবার। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ