bangla news

নবীগঞ্জে মাইক্রোবাস চাপায় পিইসি পরীক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-১৯ ৪:৩৩:১০ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শা এলাকায় মাইক্রোবাস চাপায় ইয়াসমিন আক্তার (১১) নামে এক প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ইয়াসমিন ওই এলাকার কাতন মিয়ার মেয়ে ও পিইসর পরীক্ষার্থী ছিল বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার বিদ্যালয়ের নাম জানা যায়নি।

শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরের দিকে কুর্শা এলাকায় মহাসড়কের পাশ দিয়ে হাটছিল মেয়েটি। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাম তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এসআরএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-19 16:33:10