ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রায়গঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
রায়গঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা হাটে অভিযান চালিয়ে সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীমুর রহমান।

এসময় সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা, উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার আব্দুল মতিন, ঘুড়কা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শের মোহাম্মাদ উপস্থিত ছিলেন।

 
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।  ছবি: বাংলানিউজইউএনও মো. শামীমুর রহমান বাংলানিউজকে জানান, সলঙ্গা হাটে সরকারি ৩৩ দশমিক ৩৩ একর জায়গায় ২১৪টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার ৩০টি স্থাপনা উচ্ছেদের মধ্যদিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভম্বের ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।