ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে সব রুটের বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
মাদারীপুরে সব রুটের বাস চলাচল বন্ধ

মাদারীপুর: নতুন ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ সংশোধনের দাবিতে মাদারীপুর থেকে অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন জেলা পরিবহন চালক ও শ্রমিকরা। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা।

শ্রমিকদের দাবি, নতুন আইনটি সংশোধনের পর এটি বাস্তবায়ন করতে হবে। এটা না করা পর্যন্ত জেলায় সব বাস চলাচল বন্ধ রাখা হবে।

চালকরা বাংলানিউজকে জানান, নতুন আইনে সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে চালকদের মৃত্যুদণ্ড এবং আহত হলে পাঁচ লাখ টাকা জরিমানা দিতে হবে। যেকোনো দুর্ঘটনা কোনো চালকের ইচ্ছাকৃত নয়। তাছাড়া এত পরিমাণ টাকা জরিমানা দেওয়ার সামর্থও চালকদের নেই। আর তাই নতুন আইনটি পরিবর্তনের দাবি তাদের।

এদিকে বাস চলাচল বন্ধ থাকার সুযোগে থ্রি-হুইলার যানবাহনগুলো যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে। ফলে যাত্রীরা রয়েছেন দুর্ভোগে।

জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে শ্রমিকরা বাস চালানো বন্ধ করে দিয়েছেন। এটা চালক-শ্রমিকদের প্রতিবাদ।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।