bangla news

মেহেরপুরে পরোয়ানাভুক্ত ১২ আসামি গ্রেফতার, মাদক জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-১৯ ১০:৪১:৪৪ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৩০ বোতল ফেনসিডিল ও ৮০ গ্রাম গাঁজা।

সোমবার (১৮ নভেম্বর) দিনগত রাত থেকে মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর পর্যন্ত জেলার সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারদের মধ্যে জিআর মামলায় চারজন, সিআর মামলায় একজন ও নিয়মিত মামলায় সাতজন আসামি রয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোল রুম বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছে। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, গ্রেফতার ওই ১২ জনকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   মেহেরপুর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-11-19 10:41:44