ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় চাল জব্দ, ফ্যাক্টরি সিলগালা-একজনের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
ভোলায় চাল জব্দ, ফ্যাক্টরি সিলগালা-একজনের জেল-জরিমানা

ভোলা: ভোলার বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে ১০৩ মেট্রিক টন চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আবদুল মোতালেব নামে এক ব্যক্তিকে ৬ মাসের জেল ও এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সেইসঙ্গে সরকারি চাল বিক্রি ও প্রতারণার অভিযোগে খান ফ্লাওয়ার মিল নামে ওই ফ্যাক্টরি সিলগালা করে দেওয়া হয়।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওসার আলম এ জেল-জরিমানা করেন।

তিনি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিসিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খান ফ্লাওয়ার মিল আটা-ময়দার ফ্যাক্টরিতে তল্লাশি চালিয়ে ৯৪ মেট্রিক টন (৩২০০ বস্তা) সরকারি চাল ও নয় টন অন্যান্য চাল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, খান ফ্লাওয়ার মিলে আটা-ময়দার আড়ালে সরকারি চাল মিক্সড করে নুরজাহান রাইস লেগো ব্যবহার করে মিনিকেট চাল বলে বিভিন্ন জেলায় পাঠানো হতো। এ সময় অভিযুক্ত মোতালেবকে আটক করে ভোক্তা অধিকার আইনে ৬ মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এমআরএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad