ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ঢাকা: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে কর্মরত বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের মধ্যে ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ১৫ নভেম্বর (শুক্রবার) ঢাকা সেনানিবাসের শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের অডিটোরিয়ামে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে মোট ৪০ শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।  

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের মহাপরিচালক ফেরদৌস উদ্দিন আহমদ ও আন্তঃবাহিনী সংস্থাসমূহে কাজ করা সব পর্যায়ের বেসামরিক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এবি/এইচএ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।