ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

মিটফোর্ডে কোটি টাকার ওষুধ জব্দ, ২৮ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৬, নভেম্বর ১৯, ২০১৯
মিটফোর্ডে কোটি টাকার ওষুধ জব্দ, ২৮ লাখ টাকা জরিমানা

ঢাকা: পুরান ঢাকার মিটফোর্ড এলাকার মিটফোর্ড টাওয়ার নামে একটি মার্কেটে অভিযান চালিয়ে প্রায় এককোটি টাকা মূল্যের নকল ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী জব্দ করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় ছয়টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৮ লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি জানান, মিটফোর্ড ওষুধের মার্কেটে অভিযান চালিয়ে নকল ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও টেস্ট কিটের সন্ধান পাওয়া যায়।

এসময় বিপুল পরিমাণ নকল ওষুধসহ বিভিন্ন মেডিক্যাল সামগ্রী জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এককোটি টাকা।

এসব নকল সামগ্রী ব্যবহার মারাত্মক ঝুঁকিপূর্ণ। এছাড়া, মানহীন নকল ওষুধ ব্যবহারে রোগীর উপকারের চেয়ে ক্ষতি হয় বেশি।

এসব নকল ওষুধ ও মেডিক্যাল সামগ্রী বিক্রির দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।