ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফকিরাপুলে জাল স্ট্যাম্প তৈরি চক্রের ৪ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
ফকিরাপুলে জাল স্ট্যাম্প তৈরি চক্রের ৪ সদস্য আটক

ঢাকা: রাজধানীর ফকিরাপুল থেকে জাল স্ট্যাম্প তৈরি চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সোমবার (১৮ নভেম্বর) র‌্যাব-৩ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক চারজন হলেন- আবু ইউসুফ (৩৫), মতিয়ার রহমান (৫২), আলমগীর (১৯) ও মিজানুর রহমান (৩৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৭ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে রাজধানীর পল্টন থানার ১৩১ ফকিরাপুল ডিআইটি এক্সটেনশন রোড রিফাতুল ম্যানশন বিল্ডিংয়ে অভিযান চালায় র‌্যাব-৩ এর একটি দল। এসময় ৫ লাখ ১ হাজার টাকা সমমূল্যের ৪৮ হাজার ২৫০টি জাল স্ট্যাম্প, নগদ ২৫ হাজার টাকা, ৮টি মোবাইল ফোন, সিপিইউ, মনিটর, প্রিন্টার ও হার্ডডিস্কসহ ওই চক্রের ৪ সদস্যকে আটক করা হয়।

র‌্যাব জানায়, আটকরা পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন ধরে সরকারি স্ট্যাম্প জাল করে বিক্রির মাধ্যমে জনগণকে হয়রানি ও প্রতারণা করে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এমএমআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।