ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজস্থলীতে জেএসএসের দু’গ্রুপে সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
রাজস্থলীতে জেএসএসের দু’গ্রুপে সংঘর্ষে নিহত ৩

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় সন্তু গ্রুপের নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। 

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাইন্দা ইউনিয়নের বালুমুড়ার মারমাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন ও পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার দিকে উপজেলার গাইন্দা ইউনিয়নের বালুমুড়ার মারমাপাড়া এলাকায় সন্তু গ্রুপের দু’টি দলের মধ্যে অন্তঃকোন্দলকে কেন্দ্র করে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই সশস্ত্র তিন সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সেখান থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মফজল আহাম্মদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় মরদেহগুলো উদ্ধারে সময় লাগবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।