ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চৌমুহনীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
চৌমুহনীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী: বিভিন্ন অনিয়মের অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের তিনটি বেকারিসহ পাঁচটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার কামাল।  

বাংলানিউজকে সারওয়ার কামাল জানান, অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন না থাকাসহ অসদুপায় অবলম্বনের মাধ্যমে খাবার তৈরি করার কারণে ওই বাজারের মিতলী বেকারিকে ৩০ হাজার, মধুফুল বেকারিকে ৩০ হাজার, মৌচাক বেকারিকে ১০ হাজার ও দু’টি ফল দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।


 
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।