bangla news

পরশুরামে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-১৮ ৭:০২:৩১ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

ফেনী: ফেনীর পরশুরাম উপজেলায় টমটম উল্টে আজিজুল হক চৌধুরী (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে পরশুরাম সরকারি কলেজের উত্তর পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আজিজুল উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর কাউতলী গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে। তিনি ইসলামী ব্যাংক পরশুরাম শাখার ইনভেস্টমেন্ট অফিসার ছিলেন।

ইসলামী ব্যাংক পরশুরাম শাখার ব্যবস্থাপক মো. এমদাদুল হক বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ি থেকে ব্যাংকের উদ্দেশে টমটমে করে আসছিলেন আজিজুল। পথে পরশুরাম কলেজের উত্তর পাশের সড়কে এলে টমটমটি উল্টে গেলে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়ার পথে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এসএইচডি/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক দুর্ঘটনা ফেনী
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-18 19:02:31