ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দ্রব্যের মূল্যবৃদ্ধিতে বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
দ্রব্যের মূল্যবৃদ্ধিতে বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ দ্রব্যের মূল্যবৃদ্ধিতে বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ। ছবি: বাংলানিউজ

বরিশাল: পেঁয়াজসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আলাদা বিক্ষোভ সমাবেশ করেছে বরিশালের উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।

সোমবার (১৮ নভেম্বর) সকালে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ বিক্ষোভ সমাবেশ দু’টি অনুষ্ঠিত হয়।

উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, উত্তর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, বরিশাল কোতয়ালি বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লাবু, সহ-সভাপতি নুরুল আমিন, উত্তর জেলা মহিলাদল সভাপতি শায়লা শারমিন শিমু, জেলা যুবদল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম তছলিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু।

 

বিএনপির সমাবেশ।  ছবি: বাংলানিউজ

একই দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির উদ্যোগে দ্বিতীয় দফা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ আহসান কবীর হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু ও মহানগর মহিলাদল নেত্রী শামিমা আকবর।  

এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের সরকার নয়। তাই আজ বাজারে নিত্যপণ্যের দাম আকাশচুম্বি হওয়ার পরও তাদের টনক নড়ছে না। অনির্বাচিত এ সরকারের হাতে দেশের গণতন্ত্রসহ ১৬ কোটি মানুষ কারাবন্দি হয়ে পড়েছে।

অপর সমাবেশে বক্তারা দেশ ও জনগণের মঙ্গলের কথা টেনে এনে অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এমএস/কেএসডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।