ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সাত্তার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বুড়িরদীঘি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, উপজেলার বুড়িরদীঘি বাজার এলাকায় কৃষক আব্দুস সাত্তারের বাড়ির পাশ দিয়ে বাঁশের খুটি দিয়ে জিআই (নগ্ন তার) তার টেনে বিদ্যুত সংযোগ নেন ওই এলাকার নুর হোসেন। কোনো এক সময় ওই বৈদ্যুতিক তার ছিড়ে মাটিতে পড়ে যায়। সকালে বাড়ির পাশে ফসলের ক্ষেতে যাওয়ার সময় ওই তারে জড়িয়ে আব্দুস সাত্তার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।